প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬: কেন্দ্র কোথায়, জানালো পিএসসি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা | ছবি: এখন টিভি
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম প্রধান শিক্ষক নিয়োগে (Head Teacher Recruitment) এক নজিরবিহীন ও কঠিন প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে দেশ। মাত্র ১ হাজার ১২২টি শূন্য পদের বিপরীতে পিএসসিতে আবেদন জমা পড়েছে প্রায় সাত লাখ। বিশাল এই পরীক্ষার্থী সামলানো এবং নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC) শুধুমাত্র ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

একনজরে প্রধান শিক্ষক নিয়োগ ২০২৬ এর পরিসংখ্যান

তথ্যের বিষয় (Subject)বিস্তারিত বিবরণ (Details)
মোট শূন্য পদ১,১২২টি (Total Vacancy)
মোট আবেদনকারী৬,৯৯,০০০+ (Total Applicants)
বেতন গ্রেড১০ম গ্রেড (১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা)
পরীক্ষার কেন্দ্রশুধুমাত্র ঢাকা (Only in Dhaka)
পরীক্ষার ধরনএমসিকিউ/লিখিত (MCQ/Written)
নিয়োগকারী সংস্থাবাংলাদেশ সরকারি কর্মকমিশন (PSC)

আরও পড়ুন:

১০ম গ্রেড ও সামাজিক মর্যাদাই আকর্ষণের মূল কেন্দ্র (The Attraction of 10th Grade)

আগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে থাকলেও সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে এটি ১০ম গ্রেডে (10th Grade) উন্নীত হয়েছে। এর ফলে সরাসরি নিয়োগপ্রাপ্ত একজন প্রধান শিক্ষকের মূল বেতন (Basic Salary) শুরু হবে ১৬,০০০ টাকা থেকে, যা ইনক্রিমেন্টসহ সর্বোচ্চ ৩৮,৬৪০ টাকায় পৌঁছাবে। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা। এই পদের মর্যাদা এখন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সমান হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ মেধাবীদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই নিয়োগ।

বিধিমালা সংশোধন ও পদের সংখ্যা হ্রাস (Amendment of Recruitment Rules)

২০২৫ সালের আগস্টে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বেশি থাকলেও মাঝপথে শিক্ষক নিয়োগ বিধিমালা (Teacher Recruitment Rules) সংশোধন হওয়ায় পদের সংখ্যা কমে গেছে। নতুন বিধি অনুযায়ী:

৮০ শতাংশ পদ: সহকারী শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির (Promotion) মাধ্যমে পূরণ হবে।

২০ শতাংশ পদ: সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষার (Direct Recruitment) মাধ্যমে পূরণ করা হবে। এই ২০ শতাংশ কোটার কারণেই ১,১২২টি পদের জন্য লড়াই করছেন প্রায় সাত লাখ প্রার্থী, অর্থাৎ প্রতিটি পদের জন্য গড়ে ৬২৪ জন (Candidate Per Seat) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:

পরীক্ষার কাঠামো ও সিলেবাস বিশ্লেষণ (Exam Structure & Syllabus)

বিপিএসসি (BPSC) সূত্রমতে, চূড়ান্ত মেধা তালিকা ১০০ নম্বরের ওপর ভিত্তি করে তৈরি হবে: ১. লিখিত পরীক্ষা (Written Exam): ৯০ নম্বর। (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান)। ২. মৌখিক পরীক্ষা (Viva-Voce): ১০ নম্বর। ৩. ন্যূনতম পাস নম্বর: লিখিত পরীক্ষায় অন্তত ৫০% অর্থাৎ ৪৫ নম্বর পেলেই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে।

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা: ১ পদের বিপরীতে লড়ছেন ৬২৪ জন!

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ ২০২৬

বিষয়ের নাম (Category)বিস্তারিত তথ্য (Detailed Information)
নিয়োগকারী কর্তৃপক্ষবাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC - Bangladesh Public Service Commission)
মোট শূন্য পদের সংখ্যা১,১২২টি (সরাসরি নিয়োগ কোটায় ২০%)
মোট আবেদনকারীর সংখ্যাপ্রায় ৭,০০,০০০ (সাত লাখ)
প্রতি পদের বিপরীতে প্রার্থীপ্রায় ৬২৪ জন (নজিরবিহীন প্রতিযোগিতা)
বেতন গ্রেড (Pay Grade)১০ম গ্রেড (পূর্বে ১১তম গ্রেড ছিল)
বেতন স্কেল (Salary Scale)১৬,০০০ — ৩৮,৬৪০ টাকা (মূল বেতন)
পরীক্ষার কেন্দ্রশুধুমাত্র ঢাকা (স্বচ্ছতা নিশ্চিত করতে একক কেন্দ্র)
পরীক্ষার ধরনএমসিকিউ/লিখিত এবং মৌখিক পরীক্ষা (Viva)

আরও পড়ুন:

পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাস (Mark Distribution & Syllabus)

চূড়ান্ত মেধাতালিকা তৈরির জন্য নির্ধারিত ১০০ নম্বরের বিভাজন নিচে দেওয়া হলো:

পরীক্ষার ধাপ (Exam Steps)বিষয়বস্তু (Topics)নম্বর (Marks)
লিখিত পরীক্ষা (Written/MCQ)বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)৯০ নম্বর
মৌখিক পরীক্ষা (Viva)ব্যক্তিত্ব, বাচনভঙ্গি ও সাধারণ জ্ঞান১০ নম্বর
পাস নম্বর (Pass Mark)লিখিত পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে৪৫ নম্বর

আরও পড়ুন:

নিয়োগ বিধিমালার পরিবর্তন (Recruitment Rule Changes)

কোটার ধরন (Quota Type)শতাংশ (%)নিয়োগ পদ্ধতি (Process)
পদোন্নতি কোটা৮০%সহকারী শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে।
সরাসরি নিয়োগ কোটা২০%উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে (বর্তমান নিয়োগ)।

আরও পড়ুন:

এসআর