প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন প্রকাশ: এক ও দুই শিফটে ক্লাস চলবে যেভাবে

প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন
প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন | ছবি: এখন টিভি
0

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের সাপ্তাহিক ক্লাস রুটিন (Primary School Class Routine 2026) প্রকাশ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) (NAPE) কর্তৃক প্রকাশিত এই নতুন রুটিনে এক শিফট ও দুই শিফটের বিদ্যালয়ের জন্য আলাদা আলাদা নির্দেশনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রম আরও ফলপ্রসূ করতে এবারের রুটিনে বিষয়ভিত্তিক পিরিয়ড ও সময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এক ও দুই শিফটের ক্লাস বিন্যাস (Single and Double Shift Class Schedule) নতুন রুটিন অনুযায়ী, এক শিফটের বিদ্যালয়গুলোতে (Single Shift Schools) প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিদিন ৪টি পিরিয়ড এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৬টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। অন্যদিকে, দুই শিফটের বিদ্যালয়গুলোতে (Double Shift Schools) প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিদিন ৪টি পিরিয়ড থাকলেও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন ৫টি পিরিয়ড পরিচালনা করতে হবে।

আরও পড়ুন:

বিষয়ভিত্তিক পিরিয়ড ও সময় বণ্টন (Subject-wise Period Allocation) রুটিনে জানানো হয়েছে যে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস সপ্তাহে ৫ দিন অনুষ্ঠিত হবে। এছাড়া:

  • ধর্ম শিক্ষা: সপ্তাহে ৩ দিন।
  • বিজ্ঞান: সপ্তাহে ৪ দিন।
  • শিল্পকলা: সপ্তাহে ২ দিন।
  • শারীরিক ও মানসিক স্বাস্থ্য: চতুর্থ শ্রেণিতে সপ্তাহে ২ দিন এবং পঞ্চম শ্রেণিতে সপ্তাহে ১ দিন।

দক্ষতা উন্নয়ন ও সহশিক্ষাক্রমিক কার্যক্রম (Skill Development & Extra-curricular Activities) শিক্ষার্থীদের পঠন ও লিখন দক্ষতা (Reading and Writing Skills) উন্নয়নের জন্য সপ্তাহে ১ দিন বিশেষ ক্লাস রাখা হয়েছে। এছাড়া হাতের লেখা, গল্প বলা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইক-কুইজ এবং ইংলিশ স্পিকিং-এর মতো সহশিক্ষাক্রমিক প্রতিযোগিতার সুযোগ রয়েছে রুটিনে। নিরাময়মূলক কাজ ও এসআরএম (SRM activities) সপ্তাহে ২ দিন পরিচালিত হবে।

মূল্যায়ন ও স্থানীয় পরিবর্তন (Evaluation and Local Adjustments) প্রধান শিক্ষকরা (Head Teachers) স্থানীয় ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারবেন। প্রতিটি প্রান্তিক মূল্যায়ন শেষে লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এবং তিন প্রান্তিকের গড় নম্বর চূড়ান্ত প্রাপ্ত নম্বর (Final Result Calculation) হিসেবে বিবেচিত হবে। উত্তরপত্রগুলো কমপক্ষে এক বছর সংরক্ষণ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

একনজরে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ের নতুন রুটিনের সারসংক্ষেপ:

শিফট ভিত্তিক পিরিয়ড: এক শিফটের স্কুলে ১ম-২য় শ্রেণিতে ৪টি এবং ৩য়-৫ম শ্রেণিতে ৬টি পিরিয়ড হবে। দুই শিফটের স্কুলে ৩য়-৫ম শ্রেণিতে ৫টি পিরিয়ড হবে।

প্রধান বিষয়ের গুরুত্ব: বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস সপ্তাহে ৫ দিন নিশ্চিত করতে হবে।

অন্যান্য বিষয়ের বণ্টন: বিজ্ঞান সপ্তাহে ৪ দিন, ধর্ম শিক্ষা ৩ দিন এবং শিল্পকলা ২ দিন রাখা হয়েছে।

শারীরিক ও মানসিক স্বাস্থ্য: এই বিষয়টি চতুর্থ শ্রেণিতে সপ্তাহে ২ দিন এবং পঞ্চম শ্রেণিতে ১ দিন পড়ানো হবে।

দক্ষতা উন্নয়ন ক্লাস: পঠন ও লিখন দক্ষতা বাড়ানোর জন্য প্রতি সপ্তাহে ১ দিন বিশেষ ক্লাস থাকবে।

সহশিক্ষাক্রমিক কার্যক্রম: রুটিনে হাতের লেখা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইক-কুইজ এবং ইংলিশ স্পিকিং প্রতিযোগিতার জন্য সময় রাখা হয়েছে।

নিরাময়মূলক কাজ: পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন নিরাময়মূলক ও এসআরএম (SRM) ক্লাস থাকবে।

মূল্যায়ন পদ্ধতি: বছরে তিনটি প্রান্তিক মূল্যায়ন হবে এবং ৩ প্রান্তিকের গড় নম্বর চূড়ান্ত ফল হিসেবে বিবেচিত হবে।

উত্তরপত্র সংরক্ষণ: যেকোনো মূল্যায়নের উত্তরপত্র অন্তত ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

রুটিনে নমনীয়তা: প্রধান শিক্ষক বিশেষ প্রয়োজনে বা জরুরি পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রুটিন আংশিক পরিবর্তন করতে পারবেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী: যেসব স্কুলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী রয়েছে, তাদের ৩য় শ্রেণিতে নিজ ভাষায় রচিত পাঠ্যবই অনুযায়ী পাঠদান করতে হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের নতুন ক্লাস রুটিন প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক অনুমোদিত ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ক্লাস রুটিন এখন অনলাইন থেকে সংগ্রহ করা যাচ্ছে। আপনি যদি এক শিফট বা দুই শিফটের প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ রুটিন এবং সাধারণ নির্দেশিকা ডাউনলোড করতে চান, তাহলে লিংকে ক্লিক করুন।

এসআর