সিরিয়ায় মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত: যুক্তরাষ্ট্র

আল-কায়েদা নেতার গাড়িতে হামলা
আল-কায়েদা নেতার গাড়িতে হামলা | ছবি: সংগৃহীত
0

সিরিয়ায় মার্কিন সেনা নিহতের ঘটনার নেপথ্যে থাকা আল-কায়দা নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সেনা অভিযান চালিয়ে বিলাল হাসান আল-জসিম নামে ওই নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড, সেন্টকম।

নিহত আল-কায়দা নেতার পরিচয় শনাক্তের পর গতকাল শনিবার সেন্টকম প্রধান আরও জানিয়েছেন, গেল ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন সেনা ও অনুবাদকের ওপর আইএসের যে যোদ্ধারা হামলা চালিয়েছিলো, তাদের সঙ্গে বিলাল হাসান আল-জসিমের সরাসরি যোগাযোগ ছিলো।

আরও পড়ুন:

এদিকে, সেন্টকমের বিবৃতির পর সামাজিক মাধ্যম এক্সে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছন, যুক্তরাষ্ট্র কিছুই ভুলে যায় না, পিছুও হটে না। গেল ডিসেম্বরে মার্কিন সেনাদের ওপর হামলার জেরে সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে শতাধিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

এফএস