বৃষ্টি আইনে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ

ভারত-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত
ভারত-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

বৃষ্টি আইনে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশের যুবারা হেরেছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করতে নেমে ২৩৮ রানে গুটিয়ে যায় ভারতীয়রা। জবাব দিতে নেমে কার্টেল ওভারের ম্যাচে ১৪৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

টসের সময় ‘নো হ্যান্ডশেক’কাণ্ডের পর শুরুতে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। তবে বৈভব সূর্যবংশীর ৭২ আর অভিজ্ঞান কুন্ডুর ৮০ রানে, ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় তারা।

আরও পড়ুন:

আল ফাহাদ একাই শিকার করেন পাঁচ উইকেট। জবাবে প্রথম ওভারেই জাওয়াদ আবরারের উইকেট হারালেও, রিফাত বেগ আর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ।

তবে বৃষ্টির বাধায় মাঝপথে ম্যাচ থেমে গেলে ছন্দপতন হয়। ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ২৯ ওভারে, বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রানের। তবে তাড়াহুড়ো করতে গিয়ে শেষ ২২ রানে সাত উইকেট খোয়ায় যুবারা। ফলে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এফএস