নিহত মিলন হোসেন কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় নছিমন গাড়ির চালক ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কলা বোঝাই পিকআপ ভ্যানটি রাজবাড়ীর দিকে এবং নছিমন গাড়িটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এমন সময় পথে কুমারখালী উপজেলার জিলাপীতলা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি পিকআপ ভ্যানটির সামনে পড়লে সংঘর্ষ হয়।
আরও পড়ুন:
এতে নছিমন চালক মিলন হোসেন ছিটকে পিকআপ ভ্যানটির ভেতরে ঢুকে পড়েন। দুর্ঘটনায় তার বাম পা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় সময় পিকআপ ও নছিমন গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) মো. আবু ওয়াহেদ বলেন, ‘পিকআপ ভ্যান ও নছিমনের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পিকআপ ভ্যান ও নছিমন গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’




