তীব্র গরমে আইসক্রিম খেতে ভালোবাসেন অনেকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, বন্য প্রাণিদেরও আইসক্রিম খেতে ইচ্ছা করে কী না? এর উত্তর খুঁজতে যেতে হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে।
ভৌগলিক অবস্থানের কারণে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ভীষণ গরম পড়ে ব্রাজিলে। তাপমাত্রা ওঠে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ দাবদাহ থেকে প্রাণিদের রক্ষা করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে রিও ডি জেনিরোর বায়োপার্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ভীষণ গরমে প্রাণিদের শারীরিক উদ্দীপনা কমাতে দেয়া হচ্ছে আইসপপ, যা এক ধরণের আইসক্রিম।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, প্রাণিদের ঠান্ডা খাওয়ানোর মূল কারণ তাদের শারীরিক উত্তেজনা যেন স্বাভাবিক অবস্থান আনা যায়। দেখা যাচ্ছে এগুলো খেয়ে ওরা চনমনে আছে।
আরও পড়ুন:
উদ্যোগটা খুব জরুরি বলে উল্লেখ করে গরমে জীবজন্তুদের ভীষণ কষ্টের কথা তুলে ধরেন দায়িত্বরত এক ব্যক্তি। তিনি বলেন, ‘দেখুন একবার, কি মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে প্রাণিগুলো!’
প্রাণির খাদ্যাভাস মাথায় রেখে তৈরি হচ্ছে আইসপপ। তরমুজের রস দিয়ে বানানো আইসললি পাচ্ছে ওরাংওটাংয়ের দল। ক্যাপুচিন ও স্পাইডার বানরদের দেয়া হচ্ছে খরবুজের রসে বানানো আইসপপ। আর চিতার মতো যেসব প্রাণি তৃণভোজী নয়, সেগুলোর জন্য রক্ত মাংসের মিশ্রণে বানানো হচ্ছে ভিন্ন আইসক্রিম।
জীবজন্তুর আইসপপ খাওয়া দেখতে চিড়িয়াখানায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। চিড়িয়াখানা বলা হলেও অভয়ারণ্যের আদলে গড়া এ বায়োপার্কে আছে সাড়ে ১২৪ প্রজারি প্রায় সাড়ে ৬শ প্রাণি, যাদের রাখা হয়েছে আলাদা ৫৬টি জঙ্গল কোর্টে।





