দোহার আন্তর্জাতিক ফুড ফেস্টিভাল: বাংলাদেশি স্টল না পেয়ে হতাশ প্রবাসীরা

0

কাতারের রাজধানী দোহা স্টেডিয়াম প্রাঙ্গণে চলছে আন্তর্জাতিক ফুড ফেস্টিভাল। সেখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখা গেলেও ফেস্টিভালে নেই কোনো বাংলাদেশি মালিকানাধীন স্টল। এরকম আন্তর্জাতিক ইভেন্টে প্রবাসী ব্যবসায়ীদের অংশ গ্রহণ না দেখে হতাশ, ফুড ফেস্টিভালে ঘুরতে আসা রেমিট্যান্স যোদ্ধারা।

সারাবছর জুড়ে নানান ইভেন্ট আয়োজনে ব্যস্ত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। দেশটির রাজধানী দোহার ফুটবল স্টেডিয়াম প্রাঙ্গণে চলছে ১৫তম কাতার আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল-২০২৬।

কাতারে স্থানীয় নাগরিক, অভিবাসী ও বিদেশি পর্যটকদের আনাগোনা মুখরিত রাতের এ ফুড ফেস্টিভ্যালে। রঙবেরঙের নানান সাজে সজ্জিত ও চোখ জুড়ানো ফুড ফেস্টিভ্যালের স্টল গুলো।

আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে প্রবাসীদের উপস্থিতি লক্ষ্যে করা গেলেও নেই কোনো বাংলাদেশি মালিকানাধীন স্টল বা দোকান। এইরকম আন্তর্জাতিক ইভেন্টে প্রবাসী ব্যবসায়ীদের অংশ গ্রহণ করা উচিৎ ছিল বলে মনে করেন ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন:

কাতার প্রবাসীদের একজন বলেন, ‘আমরা প্রবাসীরা এসেছি আয়োজনটি দেখার জন্য। আন্তর্জাতিকমানের আয়োজন তারা করে থাকেন। আয়োজনটি অনেক সুন্দর হয়ে থাকে।’

অন্য আরেকজন প্রবাসী বলেন, ‘দুঃখের বিষয় হলো এখানে বাংলাদেশের কোনো স্টল নেই। পুরো জায়গাটিই ঘুরে দেখলাম তবে বাংলাদেশি কোনো স্টল এখানে দেখলাম না।’

১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী এ ফুড ফেস্টিভ্যাল চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে মধ্যে রাত ১২ টা পর্যন্ত চলছে এ ফুড ফেস্টিভ্যাল।

এফএস