রাঙামাটিতে ১৪৩ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া মাদকবিক্রেতা
গ্রেপ্তার হওয়া মাদকবিক্রেতা | ছবি: এখন টিভি
0

রাঙামাটির জুরাছড়ি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ আমজাত আলী (৫০) নামে একজন মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আজ ( বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) মধ্যরাতে জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযানে ওই মাদকবিক্রেতাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্থানীয় হানিফ ভূঁইয়ার ভাড়া ঘরে ওই অভিযান চালান জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানকালে আসামি আমজাত আলীর হেফাজতে থাকা ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ রয়েছে স্থানীয়দের।

জুরাছড়ি থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জুরাছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এসএস