হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য স্থায়ীভাবে বহিষ্কার

অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ
অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।

তিনি জানান, মানিকগঞ্জ জেলা হাসপাতালে কর্তব্যরত দুজন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক তদন্ত শুরু করা হয়। তদন্তের প্রাথমিক ফলাফলে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আশিকউজ্জামান বলেন, ‘অভিযুক্তদের এ অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ। এর দায় কোনোভাবেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ, শৃঙ্খলা বা মূল্যবোধের ওপর বর্তায় না।

আরও পড়ুন:

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, জনগণের আস্থা, মানবিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষায় বাহিনী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। অনৈতিক, অপরাধমূলক ও মানবাধিকার পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাহিনীর জিরো টলারেন্স নীতি রয়েছে এবং ভবিষ্যতেও তা কঠোরভাবে অনুসরণ করা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১১ জানুয়ারি) রাতে স্বামীর নিজস্ব ব্যাটারিচালিত ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলায় নানার বাড়ি যাচ্ছিলেন ওই দম্পতি। ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তারা সদর হাসপাতালে আশ্রয় নেন। এসময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য তাদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করে।

এক পর্যায়ে হাসপাতালের প্রধান ফটকের বামপাশের নতুন ভবনের নিচতলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় গৃহবধূকে নিয়ে যায়। এরপর আনসার সদস্য দুইজন তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে দুই ওই দুই সদস্যকে আটক করে। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন ওই ভুক্তভোগীর স্বজন।

এসএস