বিপিএলের চলতি আসরে অপ্রত্যাশিত পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম রয়েলস। টুর্নামেন্ট খেলাই ছিলো অনিশ্চিত তবে সেই শঙ্কা কাটিয়ে মাহেদী-শরিফুলরা রংপুর-রাজশাহীকে ছাড়িয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।
অবশ্য ইনজুরিতে রসিংটন ছিটকে পড়ায় বিপাকে পড়েছে দল। তবে ফর্মে থাকা ইংলিশ ব্যাটারের বিকল্পের খোঁজে বন্দর নগরীর দলটি। চট্টগ্রাম কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন সম্ভাব্য সেই ক্রিকেটার হতে পারেন পাকিস্তানের কোনো উইকেট কিপার ব্যাটার।
চট্টগ্রাম রয়্যালসের হেড কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘ঘাটতি তো আছেই। একটা টিম বানাতে তো ৬ থেকে ৭ মাস সময় লাগে। সো আমাদের হাতে যে খেলোয়াড়গুলো ছিলো আমরা নেয়ার চেষ্টা করেছি। ইদানিং রসিংটন নেপালে খুব ভালো খেলেছে, তো এটা আমরা একটা সুযোগ নিয়েছি। সে প্রথম ম্যাচে খারাপ খেলার পর আমরা ভেবেছিলাম পরের ম্যাচগুলো কি হয়, আমরা চিন্তিত ছিলাম। কিন্তু সেকেন্ড ম্যাচে ও এমনভাবে কামব্যাক করেছে। আমরা পাকিস্তানেও কথা বলছি, হয়তো একজন উইকেট কিপার ব্যাটসম্যান আমরা পেতে পারি। দেখা যাক কি হয়।’
আরও পড়ুন:
এদিকে এবারের বিপিএলে ফিক্সিং ইস্যুতে বেশ তৎপর আকসু কিছুটা অস্বস্তির হলেও দেশি-বিদেশি ক্রিকেটারদের আকসুর আকস্মিক জিজ্ঞাসাবাদ বিপিএলের স্বার্থেই বলে মনে করেন তিনি। পাশাপাশি জাতীয় দলের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, কোচ বাবুল আশাবাদী—সবাই খেলার জন্য প্রস্তুত।
মিজানুর রহমান বাবুল বলেন, ‘অবস্থার পরিপ্রেক্ষিতে যা হচ্ছে সেটা হয়তো বেশি বেশি হচ্ছে কিন্তু আপনি বিগত দিনের যে ঘটনাগুলো ঘটে গেছে ওইটার পরিপ্রেক্ষিতে হয়তো তারা একটু বেশি নজরদারিতে রাখছে। কিছুটা অস্বস্তিকর হলেও আমার মনে হয় যে ক্রিকেটের স্বার্থে বিষয়টা খারাপ না। ক্রিকেটাররা তো ক্রিকেটই খেলতে চায়। দেখুন, খেলোয়াড়রা প্রফেশনাল। যে পরিস্থিতিতেই থাকুক তারা মানিয়ে নিতে পারে। মানিয়ে নেয়ার চেষ্টা করে।’
সব মিলিয়ে, চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রাম রয়েলস এ মুহূর্তে বিপিএলের অন্যতম সেরা দল। সামনে আরও কঠিন ম্যাচ অপেক্ষা করছে নতুন বিদেশি খেলোয়াড় কে যোগ দেবেন, আর কতদূর এগিয়ে যাবে রয়েলস—এখন সেটাই দেখার পালা।





