জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের মামলায় আসামিপক্ষের শুনানি ১৫ জানুয়ারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের মামলায় আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানির পর এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ দিন ‘আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’— জুলাইয়ে গণমাধ্যমে দেয়া জুনায়েদ আহমেদ পলকের এ বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনান প্রসিকিউশন। কাঠগড়ায় বসে শোনেন জুনাইদ আহমেদ পলক নিজেও। একইসঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথন পড়ে শোনানো হয়।

এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ‘সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্রজনতার ওপর চাপালেও, আদৌতে সেটি হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। ভবন পোড়ানোর সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সুযোগ নেই।’

আরও পড়ুন:

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, সজীব ওয়াজেদ জয় বিদেশে বসেই পলকের সঙ্গে এসবের ‘নীলনকশা’ করেছিলেন। এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এদিন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ‘কাল-পরশুর মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেয়া হবে।’

এর আগে, জয় ও পলকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় মুঠোফোনে আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকানো ও ইন্টারনেটের লাইন পোড়ানোর দায় শিক্ষার্থীদের ওপর চাপানোর বিষয় উল্লেখ করে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়।

এ মামলায় গ্রেপ্তার আছেন জুনাইদ আহমেদ পলক। আর অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এসএইচ