ভোলায় ইলিশের তীব্র সংকট; ঊর্ধ্বমুখী দামে বিপাকে ক্রেতা

ভোলায় মাছের বাজার
ভোলায় মাছের বাজার | ছবি: এখন টিভি
0

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। দিন–রাত নদীতে জাল ফেলেও জেলেদের জালে ধরা পড়ছে না বড় আকারের ইলিশ। এতে বাজারে ইলিশের সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে দামে। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় ভোলার বিভিন্ন বাজারে দাম বেড়েছে কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা।

আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) ছুটির দিনে সপ্তাহ ব্যবধানে মেঘনার পারে ঘাটেই প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকায়।

আরও পড়ুন:

ইলিশের আকাশছোঁয়া দামে নদীর পারের ঘাটে মাছ কিনতে এসে বিপাকে পরছেন খুচরা ক্রেতারা।

মৎস্য ব্যবসায়ীরা জানান, ইলিশের সংকটের কারণে দেশিয় অন্যান্য মাছের পাশাপাশি চাষের মাছও চড়া দামে বিক্রি হচ্ছে। এতে ভোক্তারা বাড়তি চাপের মুখে পড়েছেন।

এফএস