স্প্যানিশ সুপারকাপ: রাফিনহার জোড়া গোলে ইতিহাস গড়ে বার্সার জয়

ব্রাজিলিয়ান তারকা রাফিনহা
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা | ছবি: সংগৃহীত
0

স্প্যানিশ সুপারকাপে ইতিহাস গড়ে ফাইনালে বার্সেলোনা। আসরে প্রথম কোনো দল হিসেবে সেমির প্রথমার্ধে ৪ গোল করার রেকর্ড বার্সার। ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাতলেটিক বিলবাওকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিনিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

স্পেনের সেরা চার ফুটবল ক্লাবের মধ্যে আয়োজিত স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের নামটা বেশ সুপরিচিত। হবে নাই বা কেন গেল কয়েক যুগ ধরে রুদ্বশ্বাস ফাইনাল লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুটটা যে তাদের মাথায় উঠেছে।

আরও পড়ুন:

এবারও মৌসুমের প্রথম শিরোপা জয়ের অপেক্ষায় বার্সেলোনা। নিজেদের লক্ষ্যে অবিচল থাকা বার্সা কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে অ্যাতলেটিক বিলবাওকে হারিয়েছে ৫-০ গোলে। লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাজেও লাগিয়েছে দারুণভাবে। ২২ থেকে ৩৮ মাত্র ১৬ মিনিটের মধ্যে ফেরান তোরেস, ফেরমিন লোপেজ, রুনি ও রাফিনহার ৪ গোল। তাতে শুধু ম্যাচের নিয়ন্ত্রণ নয় সুপার কাপে এক ইতিহাস গড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের এই প্রথম কোনো দল প্রথমার্ধে চার গোল করার রেকর্ড করে। ।

পরিসংখ্যানেও বার্সেলোনার আধিপত্য স্পষ্ট ছিল। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে তারা ৭টি শট লক্ষ্যে রাখে। অন্যদিকে বিলবাও কয়েকটি আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি।

আগামী রবিবার ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

ইএ