সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল সরকারের

আগের হার বহাল

সঞ্চয়পত্র ও মুনাফা
সঞ্চয়পত্র ও মুনাফা | ছবি: সংগৃহীত
0

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এর পরিবর্তে আগের মুনাফার হার বহাল রাখা হবে। আজ (রোববার, ৪ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করেছে অর্থ বিভাগ। আইআরডি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

একনজরে সঞ্চয়পত্রের মুনাফার হার

ধরন৭.৫ লাখের কম (মুনাফা)৭.৫ লাখের বেশি (মুনাফা)
পরিবার সঞ্চয়পত্র১১.৯৩%১১.৮০%
পেনশনার সঞ্চয়পত্র১১.৯৮%১১.৮০%
বাংলাদেশ সঞ্চয়পত্র১১.৮৩%১১.৮০%
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক১১.৮২%১১.৭৭%

এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা যে হারে মুনাফা পেতেন, আগামী ছয় মাসও সে হারেই মুনাফা দেওয়া হবে।

সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে কেন এই সিদ্ধান্ত? (Why this decision)

এর আগে গত ২৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল। এতে সাধারণ মধ্যবিত্ত ও সীমিত আয়ের বিনিয়োগকারীরা বিপাকে পড়ে যান। এমন অবস্থায় আগের হারই বহাল রাখা হলো।

জানা যায়, দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এ সঞ্চয়পত্রে এত দিন সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ; সেটিই বহাল রাখা হয়েছে। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ, সেটিও ঠিক আছে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ; এখনো তা বহাল রাখা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ বহাল থাকল।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ; যা আগামী ৬ মাসের জন্য ঠিক রইল। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ; তাও ঠিক আছে।

এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ।

জনপ্রিয় সঞ্চয়পত্রগুলোর বর্তমান মুনাফার হার (Current Interest Rates)

দেশের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের (National Savings Directorate) প্রধান প্রকল্পগুলোর বর্তমান মুনাফার চিত্র নিচে দেওয়া হলো:

  • পরিবার সঞ্চয়পত্র (Family Savings Certificate): ৫ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১.৯৩%। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে এই হার ১১.৮০%।
  • পেনশনার সঞ্চয়পত্র (Pensioner Savings Certificate): ৫ বছর মেয়াদি এই স্কিমে ৭.৫ লাখ টাকার কমে মুনাফা ১১.৯৮% এবং এর বেশি বিনিয়োগে ১১.৮০%।
  • ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে ১১.৮৩% এবং বেশি বিনিয়োগে ১১.৮০% মুনাফা পাওয়া যাবে।
  • ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: ৭.৫ লাখ টাকার কমে ১১.৮২% এবং এর বেশি বিনিয়োগে ১১.৭৭% মুনাফা বহাল রয়েছে।

সঞ্চয়পত্র বিনিয়োগ গাইড ২০২৬: নতুন কর নিয়ম ও বিনিয়োগের ঊর্ধ্বসীমা

সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বিনিয়োগ করার আগে বর্তমান কর (Tax) নিয়ম এবং আপনি সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করতে পারবেন, তা জানা অত্যন্ত জরুরি। ২০২৬ সালের জন্য হালনাগাদ গাইডলাইনটি নিচে দেওয়া হলো:

১. সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা (Investment Limits)

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, একজন বিনিয়োগকারী একক বা যৌথ নামে নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

একক নামে (Individual Name): সর্বোচ্চ ৫০ লাখ টাকা (সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে)।

যৌথ নামে (Joint Name): সর্বোচ্চ ১ কোটি টাকা।

নঅবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে তারা যদি অন্য সঞ্চয়পত্রও কেনেন, তবে পেনশনারসহ মোট সীমা ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

পরিবার সঞ্চয়পত্র: এটি শুধুমাত্র মহিলারা এবং নির্দিষ্ট শর্তে পুরুষরা কিনতে পারেন। একক নামে এর ঊর্ধ্বসীমা ৪৫ লাখ টাকা।

২. নতুন কর (Tax) নিয়ম ও উৎসে কর (Source Tax)

সঞ্চয়পত্রের মুনাফার ওপর সরকারকে নির্দিষ্ট হারে কর দিতে হয়, যাকে বলা হয় উৎসে কর। ২০২৬ সালের নিয়মগুলো হলো:

৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ: মোট বিনিয়োগ ৫ লাখ টাকার মধ্যে হলে মুনাফার ওপর ৫% উৎসে কর কাটা হবে।

৫ লাখ টাকার বেশি বিনিয়োগ: মোট বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম করলে মুনাফার ওপর ১০% উৎসে কর প্রযোজ্য হবে।

পেনশনার সঞ্চয়পত্র: ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে কোনো উৎসে কর দিতে হয় না। তবে এর বেশি হলে ১০% কর কার্যকর হয়।

৩. আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক (PSR/Return Submission)

সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা প্রাপ্তিস্বীকার পত্র জমা দেওয়া এখন বাধ্যতামূলক।

১০ লাখ টাকা পর্যন্ত: বিনিয়োগ ১০ লাখ টাকা পর্যন্ত হলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক নয় (শুধুমাত্র টিআইএন নম্বর থাকলেই চলে)।

১০ লাখ টাকার বেশি: বিনিয়োগ ১০ লাখ টাকা অতিক্রম করলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (Proof of Submission of Return) জমা দিতে হবে।


এএইচ