মনোনয়ন যাচাই-বাছাইয়ে ‘কিছু রিটার্নিং কর্মকর্তার’ কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ

সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। আজ (রোববার, ৪ জানুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘কিছু জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ড উদ্বেগজনক রকমের।’

তিনি বলেন, ‘কোনো কোনো জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসার ব্যক্তিগত এখতিয়ারে বা ব্যক্তিগত বিবেচনায় ছাড় দিতে পারতেন, কিন্তু কঠোর নীতি অবলম্বন করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, প্রদত্ত তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এমন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোনো এক মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। যদি এমন চলতে থাকে, তাহলে আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে কি না, তা সন্দেহজনক।’

আরও পড়ুন:

তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘রিটার্নিং অফিসাররা যেন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করেন। পাশাপাশি যেসব প্রার্থীর প্রার্থিতা অযথা বাতিল হয়েছে, তাদের অবিলম্বে বৈধ ঘোষণা এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

এসএইচ