ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতন ব্রিজের রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যায়। গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে, ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ব্রিজে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। ভোরে ট্রাকের হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এরপর সকাল আটটার দিকে উদ্ধার করা হয় ট্রাক চালক সোহেল শেখের মরদেহ। নিহত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ইএ