ঘন কুয়াশা-ঠান্ডা বাতাসে কাঁপছে ঢাকা

ঢাকায় শীতের সকাল
ঢাকায় শীতের সকাল | ছবি: এখন টিভি
0

রাজধানীতে জেঁকে বসেছে শীতের তীব্রতা। আজ (শনিবার, ৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় চাদরে মোড়া থাকতে পারে রাজধানী ঢাকা। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সকাল থেকেই ঢাকায় দেখা গেছে কুয়াশা সঙ্গে মৃদু বাতাস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। আজ (শনিবার, ৩ জানুয়ারি) ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। একইসময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

অন্যদিকে সারা দেশে বাড়ছে শীত। সিরাজগঞ্জে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বাঘাবাড়ি আবহাওয়া অফিস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আরও পড়ুন:

এদিকে যশোরেও আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ৯৭ ভাগ।

উত্তরের জেলা দিনাজপুরে আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

এফএস