নতুন বছর ২০২৬, আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত এক সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পুরুষ ও নারী দুই দলই খেলবে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ, সঙ্গে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ।
শুরুটা হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ফেব্রুয়ারি–মার্চে ভারতের মাটিতে গ্রুপ পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের। কলকাতা ও মুম্বাইয়ে হবে সব গুলো ম্যাচ।
আরও পড়ুন:
বিশ্বকাপের বাইরে পুরো বছরে পুরুষ দলের সামনে রয়েছে মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ। মার্চ–এপ্রিলে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে টাইগাররা।
সফর সূচিতেও আছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ে ১০ নম্বরে টাইগাররা। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে জিততে হবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে।
এক সময় নিজেদের সেরা ফরম্যাটে তাই কঠিন চ্যালেঞ্জের মুখে মিরাজ-শান্তরা। পাশাপাশি সেপ্টেম্বরে ভারতে এবং অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
নারী ক্রিকেটেও ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুয়ারি–ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব, এরপর জুন–জুলাইয়ে মূল বিশ্বকাপ।
এছাড়াও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সব মিলিয়ে ২০২৬ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য চ্যালেঞ্জ, সুযোগ আর উত্তেজনায় ভরা এক বছর।





