মধ্যরাতের পরপরই পরিত্যক্ত বিউ আর্টস সাবওয়ে স্টেশনে এক ব্যক্তিগত আয়োজনে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন জোহরান মামদানি।
ইতিহাস গড়লেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশিয় মেয়র এবং সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে শপথ গ্রহণ করে। পবিত্র কোরআন হাতে নিয়ে ১২০ বছরের পুরনো ঐ সাবওয়ে স্টেশনে সাদামাটাভাবে শপথ গ্রহণও একটি ঐতিহাসিক পদক্ষেপ।
আরও পড়ুন:
মামদানির কার্যালয় থেকে জানানো হয়, কর্মজীবী শ্রেণির কাছে নিজের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণে ব্যতিক্রমী স্থান বেছে নিয়েছেন ডেমোক্র্যাট এই নেতা।
জোহরান মামদানিকে শপথ বাক্য পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। এছাড়া অনুষ্ঠানে বিদায়ী মেয়র এরিক এডামসও উপস্থিত ছিলেন।
এটি সত্যিই সম্মানের। নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছি পুরনো এই সিটি হল সাবওয়ে স্টেশনে। যা আমাদের যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব থেকে শুরু করে শহরের প্রাণশক্তি বহন করে।
মধ্যরাতের পর পর ছোট পরিসরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও, দিনব্যাপী আরও বড় আয়োজনের মধ্য দিয়ে জনসম্মুখে তিনি আবার শপথ গ্রহণ করবেন।
দৃশ্যত এক বছর আগেও মার্কিন রাজনীতিতে অচেনা মুখ মামদানি, গেলো নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।





