খালেদা জিয়ার বিদায়ে কুষ্টিয়ায় ব্যবসায়ীদের শোক; বন্ধ দোকানপাট

কুষ্টিয়ার শহরের দোকানপাট বন্ধ
কুষ্টিয়ার শহরের দোকানপাট বন্ধ | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কুষ্টিয়ায় শোক পালন করছেন ব্যবসায়ীরা। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সকাল থেকেই দোকানপাটসহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন তারা।

মাইকিং করে সরকার ঘোষিত জাতীয় ছুটির প্রতিও একাত্মতা প্রকাশ করেছেন। সকাল থেকেই শহরে মাইকে এসব ঘোষণা দেন চেম্বার অব কমার্স। খালেদা জিয়ার জানাজার নামাজ শেষ না হওয়া পর্যন্ত সকল দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।

এদিকে সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।

আরও পড়ুন:

ব্যবসায়ীদের একজন বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারিয়েছে, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার মতো মানুষের মৃত্যুতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি।’

এ ব্যাপারে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করছেন।’

এফএস