এ প্রেক্ষাপটে আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) আবেগঘন অভিব্যক্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তিনি বলেন, ‘অন্য কোনো প্রশ্নের ঢাল দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আড়াল করা যাবে না, বাংলাদেশের জন্য চব্বিশের এটাই শ্রেষ্ঠ উপহার।’
আরও পড়ুন:
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাংলাদেশের রাজনীতিতে টেকটোনিক প্লেট শিফট হয়েছে। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতিকে বছরের পর বছর যারা কালচারাল-ইন্টেলেকচুয়াল এস্টাবলিশমেন্টের যোগসাজশে নমঃশূদ্র বানাতে চেয়েছিলেন, তারাই আজকে জিয়া-খালেদা জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতিকে সেলিব্রেট করছেন। এ থেকে বোঝা যায় দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন সার্বভৌমত্ব এবং বাংলাদেশ ফার্স্ট নীতিকে অগ্রাহ্য করার আর সুযোগ নাই।’
তিনি বলেন, ‘অন্য কোনো প্রশ্নের ঢাল দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আড়াল করা যাবে না, বাংলাদেশের জন্য চব্বিশের এটাই শ্রেষ্ঠ উপহার! আনন্দের বিষয় এই যে বেগম খালেদা জিয়া গ্রেসফুলি এবং দৃঢ়তার সঙ্গে দীর্ঘদিন যে বিষয়ে লড়াই করেছেন, জীবদ্দশায় তার ফল দেখে গিয়েছেন। তিনি যে আজকে এরকম সম্মানের বিদায় নিয়ে যাচ্ছেন তার পেছনে অনেক কারণের একটা দেশের প্রশ্নে তার অনমনীয় অবস্থান। এ একই কারণেই এ প্রজন্মের কাছে তিনি এতোটা রিলিভেন্ট।’





