হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকায় গভীর রাতে যানবাহন বিকল এবং গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। সেটিকে স্বাভাবিক করার জন্য ভোর থেকে কাজ করলেও বেলা সাড়ে ৯টা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।
এদিকে এ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। ভোর থেকে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্যে রওনা হয়।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘ভোর ছয়টায় আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু এ যানজটের কারণে দীর্ঘ দুই ঘণ্টা আটকে থেকে সকাল ৮টায় যাত্রা শুরু করতে পাড়ি। আজকের এমন দিনে এ যানজটের কারণে মহাসড়কে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
এছাড়াও যানজটে আটকে পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিরসনে তারা কাজ করছে এবং বিকল্প লেন ব্যবহার করে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।





