তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু জাতির জন্য এবং তার নেতৃত্ব এবং জনসেবা সম্পর্কে যারা জানেন, তাদের সকলের জন্য এটি অনেক বড় ক্ষতি।’
বুলবুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমার খেলোয়াড়ি জীবনে যে ধরনের প্রেরণা ও সমর্থন তিনি জুগিয়েছেন। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং পুরো দেশকে একতাবদ্ধ করতে ক্রিকেটের ভূমিকা নিয়ে তার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট। তার তত্ত্বাবধানে বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে বেশি লাভবান হয়েছে সুযোগ-সুবিধা ও অবকাঠামোর উন্নয়নে, যা দেশজুড়ে খেলটির আরও শক্ত ভিত গড়তে সহায়তা করেছে।’
আরও পড়ুন:
খেলাধুলায় খালেদা জিয়ার পাশাপাশি তার প্রয়াত পুত্র আরাফাত রহমানের অবদানের কথাও তুলে ধরেন বুলবুল।
তিনি বলেন, ‘ক্রিকেটে তার উত্তরাধিকার অবিচ্ছেদ্য হয়ে আছে প্রয়াত ছেলে আরাফাত রহমানের মাধ্যমেও, যার দূরদৃষ্টি ও উদ্যোগের অগ্রগামী প্রভাব ছিল বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নের পথচলায়। এত বছর ধরে খেলাটির উন্নতির পেছনে সেই সময়ের অগ্রসর চিন্তা ও বিনিয়োগের কৃতিত্ব অনেক।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবার, প্রিয়জন এবং দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের প্রতি গভীর সমবেদনা জানাই, যারা এ ক্ষতিতে শোকাহত। আমরা তাদের দুঃখ ভাগাভাগি করে নিচ্ছি।’





