মৃতের শেষ বিদায়: নারী ও পুরুষের কাফনের কাপড়ের মাপ, সঠিক নিয়ম

ইসলামি শরিয়তে নারী ও পুরুষের কাফন-দাফন
ইসলামি শরিয়তে নারী ও পুরুষের কাফন-দাফন | ছবি: এখন টিভি
1

মানুষের মৃত্যুর পর তার গোসল, কাফন এবং জানাজা আদায় করা জীবিতদের ওপর একটি পবিত্র দায়িত্ব বা ফরজে কেফায়া। ইসলামি বিধানে পুরুষের কাফনের কাপড় (Kafan for Men) এবং মহিলাদের কাফনের কাপড়ের (Kafan for Women) মধ্যে সংখ্যার ভিন্নতা রয়েছে, যা মৃত ব্যক্তির মর্যাদা ও পর্দার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্ধারিত করা হয়েছে।

পুরুষ ও মহিলার কাফনের কাপড় কয়টি ও কী কী?

সুন্নত অনুযায়ী কাফনের কাপড় দুই ধরনের হয়:

পুরুষের জন্য ৩টি কাপড়:

১. লেফাফা (বড় চাদর), ২. ইজার (লুঙ্গি বা নিচের কাপড়) এবং ৩. কামিজ (জামা বা ওপরের কাপড়)।

মহিলাদের জন্য ৫টি কাপড়:

১. লেফাফা, ২.ইজার, ৩. কামিজ, ৪. খিমার (মাথার ওড়না) এবং ৫. সিনা বন্দ (বক্ষবন্ধনী যা বুক থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত থাকে)।

আরও পড়ুন:

কাফনের কাপড় কাটার নিয়ম (Rules for Cutting Kafan Cloth)

কাফন কাটার সময় মৃত ব্যক্তির শরীরের দৈর্ঘ্যের দিকে লক্ষ্য রাখতে হয়।

পুরুষের কাফনের কাপড় কাটার নিয়ম (Cutting Rules for Male Kafan): মাথা ও পায়ের দিকে প্রায় ১ ফুট করে অতিরিক্ত কাপড় রেখে লেফাফা ও ইজার কাটতে হয়। কামিজ কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা হতে হয়।

মহিলাদের কাফনের কাপড় কাটার নিয়ম (Cutting Rules for Female Kafan): পুরুষের মতোই দৈর্ঘ্যের মাপ নিতে হয়, তবে অতিরিক্ত হিসেবে মাথার ওড়না (৩ হাত লম্বা) এবং সিনা বন্দ (বগল থেকে হাঁটু পর্যন্ত চওড়া) আলাদাভাবে কাটতে হয়।

কাফন কাটার সময় মৃত ব্যক্তির দেহের আকার অনুযায়ী পরিমাপ নেওয়া জরুরি।

দৈর্ঘ্যের মাপ: লেফাফা বা বড় চাদরটি মৃত ব্যক্তির উচ্চতার চেয়ে মাথা ও পায়ের দিকে ১-২ ফুট বেশি লম্বা রাখতে হবে যেন দুই প্রান্তে গিঁট দেওয়া যায়।

কামিজের মাপ: পুরুষের কামিজ কাঁধ থেকে পায়ের নলা পর্যন্ত এবং মহিলাদের কামিজ কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা করে কাটতে হয়।

সিনা বন্দ: এটি শুধুমাত্র মহিলাদের জন্য, যা বগল থেকে হাঁটু পর্যন্ত চওড়া এবং পুরো শরীর পেঁচানোর মতো লম্বা হতে হবে।

আরও পড়ুন:

কাপড় কত গজ লাগে? (Measurement of Kafan Cloth)

সাধারণত একজন মাঝারি গড়নের পুরুষের কাফনের কাপড় কয় গজ লাগে (How many yards for male kafan) তা নির্ভর করে তার উচ্চতার ওপর। সাধারণত ১০ থেকে ১২ গজ (বড় বহরের হলে) কাপড় লাগে। তবে ছোট বহরের কাপড় হলে ১৫-১৮ গজ পর্যন্ত লাগতে পারে। মহিলাদের ক্ষেত্রে কাপড়ের সংখ্যা বেশি হওয়ায় ২-৩ গজ অতিরিক্ত কাপড় প্রয়োজন হয়।

কাফন পরানোর সঠিক নিয়ম (Step-by-Step Rules for Wrapping Kafan)

কাফনের কাপড় পড়ানোর নিয়ম (Rules for putting on Kafan) অনুযায়ী প্রথমে বড় চাদর (লেফাফা), তার ওপর ইজার এবং সবার উপরে কামিজ বিছিয়ে মৃত ব্যক্তিকে শোয়াতে হয়।

মহিলাদের কাফন পরানোর নিয়ম আল কাউসার (Rules of female kafan as per Al-Kawsar): আল কাউসার ও নির্ভরযোগ্য ফতোয়া অনুযায়ী, প্রথমে কামিজ পরিয়ে চুল দুই ভাগ করে কাঁধের ওপর দিয়ে বুকের ওপর রাখতে হয়। এরপর মাথার ওপর খিমার বা ওড়না দিতে হয়। এরপর সিনা বন্দ দিয়ে বুক থেকে হাঁটু পর্যন্ত পেঁচিয়ে ইজার ও লেফাফা দিয়ে মুড়িয়ে দিতে হয়।

আরও পড়ুন:

সুন্নাহসম্মত কাফনের কাপড় ও পরানোর সঠিক নিয়ম: হাদিসের আলোকে নির্দেশিকা

ইসলামি শরিয়তে মৃত ব্যক্তির শেষ বিদায়ের পোশাক বা কাফনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম ও শিষ্টাচার রয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোর আলোকে কাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

১. কাফনের কাপড় যেমন হওয়া উত্তম

কাফনের কাপড় সাদা হওয়া উত্তম। রাসুলুল্লাহ (সা.) সাদা কাপড় পছন্দ করতেন। (তিরমিজি, হাদিস: ৯১৫)

২. পুরুষকে কাফন পরানোর নিয়ম (Rules for Men)

পুরুষের ক্ষেত্রে কাফন পরানোর ধারাবাহিকতা নিম্নরূপ: ১. প্রথমে লেফাফা বিছাতে হবে, তার ওপর ইজার এবং সবার ওপরে কামিস রাখতে হবে। ২. মৃত ব্যক্তিকে এর ওপর রেখে প্রথমে কামিস পরিয়ে দিতে হবে। ৩. এরপর ইজারকে প্রথমে বাঁ দিক থেকে এবং পরে ডান দিক থেকে শরীরের ওপর চড়াতে হবে। ৪. একইভাবে লেফাফাটি প্রথমে বাঁ দিক এবং পরে ডান দিক থেকে মুড়িয়ে দিতে হবে। ৫. সবশেষে কাফন যেন এলোমেলো না হয়, সেজন্য মাথা ও পায়ের দিকে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। (আবু দাউদ, হাদিস: ২৭৪৫)

৩. নারীদের কাফন পরানোর নিয়ম (Rules for Women)

নারীদের ক্ষেত্রে পর্দার গুরুত্ব বিবেচনায় বাড়তি কিছু নিয়ম পালন করতে হয়: ১. প্রথমে লেফাফা, তার ওপর ইজার এবং সবার ওপরে কামিস বিছাতে হবে। ২. মৃতকে কামিস পরানোর পর তার চুলগুলোকে দুই ভাগ করে সিনার (বুকের) দুই পাশে কামিসের ওপর রেখে দিতে হবে। ৩. এরপর মাথার ওপর ওড়না দিতে হবে। মনে রাখতে হবে, ওড়না পেঁচানো বা বাঁধা যাবে না, শুধু বিছিয়ে রাখতে হবে। ৪. ইজারকে প্রথমে বাঁ দিক থেকে এবং পরে ডান দিক থেকে পেঁচিয়ে সিনা বরাবর কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। ৫. সবশেষে বড় লেফাফাটি সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৩/২৫২)

মহিলাদের জানাজার নামাজের নিয়ম ও দোয়া (Rules for Women's Janaza Prayer)

জানাজার নামাজের নিয়ম নারী-পুরুষ উভয়ের জন্য একই। ৪ তাকবিরের সাথে এই নামাজ আদায় করতে হয়, তবে সামান্য পার্থক্য রয়েছে:

১. প্রথম তাকবিরের পর সানা।

২. দ্বিতীয় তাকবিরের পর দরুদে ইব্রাহিম।

৩. তৃতীয় তাকবিরের পর জানাজার দোয়া।

৪. চতুর্থ তাকবিরের পর সালাম। মৃত ব্যক্তি নারী হলে ইমামকে তার লাশের মাঝ বরাবর দাঁড়াতে হয়।

ইমামের অবস্থান: জানাজায় মৃত ব্যক্তি পুরুষ হলে ইমাম তার মাথার সোজাসুজি দাঁড়াবেন, আর মহিলা হলে লাশের মাঝখান বা বুকের সোজাসুজি দাঁড়াবেন।

দোয়া: জানাজার ৩য় তাকবিরের পর নির্দিষ্ট দোয়া পড়তে হয়। যদি কারও দোয়া মুখস্থ না থাকে, তবে সাধারণ ইস্তিগফার পড়লেও নামাজ হয়ে যাবে।

কাতার বিন্যাস: জানাজায় কাতার সংখ্যা বিজোড় (৩, ৫ বা ৭) রাখা মুস্তাহাব।

আরও পড়ুন:


এসআর