দাখিল পরীক্ষা ২০২৬: ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর; জানুন ফিসহ নিয়মাবলি

মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড | ছবি: এখন টিভি
0

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ (Dakhil Exam Form Fill-up) কার্যক্রমের সময়সূচি ও ফি নির্ধারণ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (Bangladesh Madrasah Education Board)। আগামী (বুধবার, ৩১ ডিসেম্বর) থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। গত (সোমবার, ২৯ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

একনজরে: দাখিল পরীক্ষা ২০২৬ ফরম পূরণ

  • কার্যক্রম শুরু: ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার)।
  • বিনা বিলম্ব ফি-তে ফরম পূরণ: ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
  • বিনা বিলম্ব ফি-তে টাকা জমা: ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
  • বিলম্ব ফিসহ ফরম পূরণ: ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
  • বিলম্ব ফির পরিমাণ: ১০০ টাকা (১৮ জানুয়ারি পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে)।
  • অংশগ্রহণের যোগ্যতা: ২০২৪-২০২৫ সেশনের নিয়মিত শিক্ষার্থী এবং ২০২২-২০২৪ সেশনের অনিয়মিত শিক্ষার্থীরা।
  • বাধ্যতামূলক পরীক্ষা: জিপিএ উন্নয়ন ও অকৃতকার্য পরীক্ষার্থী ছাড়া সবার জন্য নির্বাচনী (Test) পরীক্ষা বাধ্যতামূলক।
  • বেতন ও সেশন চার্জ: ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বকেয়া পরিশোধ করতে হবে।

আরও পড়ুন:

ফরম পূরণের সময়সীমা (Form Fill-up Schedule)

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কোনো বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে। তবে ফরম পূরণের ফি জমা দেওয়ার শেষ সময় ১১ জানুয়ারি পর্যন্ত। যারা নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফি (Late Fee) দিয়ে ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি ২০২৬।

অংশগ্রহণের যোগ্যতা ও নিয়ম (Eligibility and Rules)

২০২৬ সালের দাখিল পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে ২০২৪-২০২৫ সেশনের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা।

অনিয়মিত পরীক্ষার্থী (Irregular Candidates): ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা যারা আগে পরীক্ষায় অংশ নেয়নি, তারা অনিয়মিত হিসেবে অংশ নিতে পারবে।

জিপিএ উন্নয়ন (GPA Improvement): জিপিএ উন্নয়ন ও অকৃতকার্য পরীক্ষার্থী ছাড়া সবার জন্য নির্বাচনী পরীক্ষা (Test Exam) দেওয়া বাধ্যতামূলক।

অকৃতকার্য পরীক্ষার্থী: ২০২৫ সালের পরীক্ষায় ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্যরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে শুধু ওই বিষয়গুলোতে বা সব বিষয়ে অংশ নিতে পারবে।

আরও পড়ুন:

অনলাইনে ফরম পূরণের পদ্ধতি (Online Application Process)

মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইট (www.ebmeb.gov.bd) থেকে সম্ভাব্য তালিকা (Probable List) প্রিন্ট করে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এরপর ইএফএফ (EFF) লিংকের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের (Sonali Bank Payment Gateway) মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা (Final Candidate List) প্রিন্ট করা যাবে, যেখানে পরীক্ষার্থী ও মাদ্রাসাপ্রধানের স্বাক্ষর থাকতে হবে।

বেতন ও সেশন চার্জ (Tuition and Session Fees)

বিজ্ঞপ্তিতে কঠোরভাবে জানানো হয়েছে যে, পরীক্ষার্থীদের থেকে নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ফরম পূরণের আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাওনা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন:

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মাদ্রাসা প্রধান এবং শিক্ষার্থী—উভয় পক্ষের জন্য প্রয়োজনীয় চেকলিস্ট ও নথিপত্রের তালিকা নিচে দেওয়া হলো:

১. মাদ্রাসা প্রধানদের জন্য ফরম পূরণ চেকলিস্ট (Checklist for Principals)

মাদ্রাসা কর্তৃপক্ষকে অনলাইনে ফরম পূরণের প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে এই তালিকাটি অনুসরণ করতে হবে:

সম্ভাব্য তালিকা (Probable List) সংগ্রহ: বোর্ডের ওয়েবসাইট (www.ebmeb.gov.bd) থেকে ইআইআইএন (EIIN) ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্ভাব্য তালিকা ডাউনলোড ও প্রিন্ট করা।

পরীক্ষার্থী নির্বাচন: প্রিন্ট করা হার্ড কপিতে লাল কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করা।

অনলাইন সিলেকশন: কম্পিউটারে প্রদর্শিত তালিকা থেকে টিক চিহ্নিত পরীক্ষার্থীদের সিলেক্ট (Select) বা আন-সিলেক্ট (Unselect) করা।

তথ্য যাচাই: টেম্পোরারি লিস্ট (Temporary List) প্রিন্ট করে শিক্ষার্থীর নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং বিষয় কোড ভালোভাবে মিলিয়ে দেখা।

পেমেন্ট গেটওয়ে ব্যবহার: সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়া।

চূড়ান্ত তালিকা (Final Candidate List): ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টা পর 'Final Candidate List' প্রিন্ট করা এবং প্রতি পৃষ্ঠায় মাদ্রাসাপ্রধানের স্বাক্ষর ও সিল দেওয়া।

স্বাক্ষর গ্রহণ: চূড়ান্ত তালিকায় পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করা এবং এক কপি মাদ্রাসায় সংরক্ষণ করা।

বেতন ও সেশন চার্জ যাচাই: কোনো শিক্ষার্থীর ২৪ মাসের বেশি বেতন নেওয়া হচ্ছে না কি না তা নিশ্চিত করা।

আরও পড়ুন:

২. শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (Documents for Students)

ফরম পূরণের সময় শিক্ষার্থীদের নিচের নথিপত্র ও তথ্যগুলো মাদ্রাসায় জমা দিতে হবে:

মূল রেজিস্ট্রেশন কার্ড: দাখিল রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ফটোকপি (২০২৪-২০২৫ সেশনের নিয়মিত এবং আগের সেশনের অনিয়মিতদের জন্য)।

পাসপোর্ট সাইজ ছবি: সম্প্রতি তোলা ল্যাব প্রিন্ট করা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (মাদ্রাসার চাহিদা অনুযায়ী সংখ্যা)।

বেতন ও সেশন চার্জের রসিদ: ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সকল বকেয়া বেতন ও সেশন চার্জ পরিশোধের রসিদ।

নির্বাচনী পরীক্ষার ফলাফল: নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র (নিয়মিত শিক্ষার্থীদের জন্য)।

অকৃতকার্য বা জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য: আগের দাখিল পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) এবং নম্বরপত্র (Marksheet)-এর ফটোকপি।

সঠিক মোবাইল নম্বর: যোগাযোগের জন্য শিক্ষার্থী বা অভিভাবকের একটি সচল মোবাইল নম্বর।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি বিস্তারিত দেখতে ক্লিক করুন।

এসআর