বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামীকাল বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা (Junior Scholarship Exam) স্থগিত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (Dhaka Education Board) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

একনজরে: জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত ও নতুন তারিখ

  • স্থগিত পরীক্ষা: ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা স্থগিত।
  • নতুন তারিখ: আগামী ৫ জানুয়ারি ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
  • কারণ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটি (৩১ ডিসেম্বর)।
  • নির্দেশনা: পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই; আগের প্রবেশপত্র দিয়েই পরীক্ষা দেওয়া যাবে।
  • অন্যান্য বিষয়: অন্যান্য পরীক্ষার নিয়ম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন:

সাধারণ ছুটির কারণে সিদ্ধান্ত

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশে সরকার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করেছে। এই সরকারি ছুটির প্রেক্ষিতে চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে আগামীকাল ৩১ ডিসেম্বরের জন্য নির্ধারিত বিজ্ঞান (Science) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (Bangladesh and Global Studies) বিষয়ের পরীক্ষাটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ও রুটিন নিয়ে নতুন নির্দেশনা: জেনে নিন ২০২৫-এর নিয়মাবলী |ছবি: এখন টিভি

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি (Revised Exam Schedule)

শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের পাশাপাশি নতুন তারিখও ঘোষণা করেছে। স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার) যথাসময়ে অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ৫ তারিখের পরীক্ষাটি পূর্বনির্ধারিত সকাল ১০টা থেকেই শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

আরও পড়ুন:

চলমান পরীক্ষার প্রেক্ষাপট

উল্লেখ্য, গত রোববার সারা দেশে একযোগে শুরু হয়েছিল এই জুনিয়র বৃত্তি পরীক্ষা। প্রথম দিন বাংলা (Bengali) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ধারাবাহিকভাবে সোমবার ইংরেজি (English) এবং আজ মঙ্গলবার গণিত (Mathematics) বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবারই পরীক্ষার শেষ দিন থাকলেও আকস্মিক এই স্থগিতাদেশের ফলে শিক্ষার্থীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো সারা দেশের সব কেন্দ্র সচিবকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।

স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশিকা (Instruction Guide)

ঢাকা শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) পরীক্ষার্থীদের জন্য পরিবর্তিত সময়সূচি ও কিছু বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

১. পরিবর্তিত পরীক্ষার সময়সূচি (Revised Schedule)

  • স্থগিত পরীক্ষার তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার)।
  • নতুন তারিখ: ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার)।
  • পরীক্ষার বিষয়: বিজ্ঞান (Science) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (Bangladesh and Global Studies)।
  • সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।

২. প্রবেশপত্র সংক্রান্ত (Admit Card Instruction)

  • স্থগিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
  • পরীক্ষার্থীরা আগের প্রবেশপত্র (Admit Card) ব্যবহার করেই ৫ জানুয়ারির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

৩. পরীক্ষা কেন্দ্রের নিয়মাবলি (Exam Hall Rules)

  • আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
  • ক্যালকুলেটর: বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Scientific Calculator) ব্যবহার করা যাবে। তবে কোনো ধরনের প্রোগ্রামবল ক্যালকুলেটর নেওয়া নিষিদ্ধ।
  • ইলেকট্রনিক ডিভাইস: মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৪. উত্তরপত্র ও ওএমআর (OMR Sheet Guidelines)

  • উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
  • কোনো অবস্থাতেই উত্তরপত্র বা ওএমআর শিট ভাঁজ করা যাবে না।

৫. অভিভাবকদের জন্য পরামর্শ

  • আকস্মিক তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন মনোবল না হারায় সেদিকে খেয়াল রাখুন।
  • ৫ জানুয়ারির পরীক্ষার আগে বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ের রিভিশন দেওয়ার জন্য পরীক্ষার্থীরা অতিরিক্ত ৪ দিন সময় পাচ্ছে, এই সময়টি কাজে লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।


এসআর