খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে দোয়া মাহফিল, নেতাকর্মীদের শোক

রাজশাহী বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল
রাজশাহী বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই রাজশাহীতে শোকের আবহ বিরাজ করছে। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) রাজশাহীতে মালোপাড়া দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

প্রিয় নেত্রীকে হারানোর সংবাদে সকাল থেকেই মালোপাড়া দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মী ও সাধারণ মানুষেরা। এ সময় মহানগর বিএনপি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পক্ষ থেকে মসজিদ ও মাদ্রাসায় দোয়া করতে অনুরোধ করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন।

আরও পড়ুন:

এ সময় মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। নেতাকর্মীরা জানান, তার চলে যাওয়ায় জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি যেভাবে সব কিছু সহ্য করে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন তা ভুলবার মতো না। এরকম প্রধানমন্ত্রী আগামী ৫০ বছরে বাংলাদেশে পাবে কিনা সেটা বলা যাচ্ছে না।

অনেক নেতাকর্মী অভিযোগ করে বলেন, স্বৈরাচারী হাসিনা দেশনেত্রীকে পয়জন দিয়েছিল, এতেই তার মৃত্যু হয়েছে। এসময় তারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

ইএ