আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা বিএনপি অফিস থেকে ছাত্রদল নেতা সিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
মিছিলটি শহরের বাংলাস্কুল মোড় ঘুরে নতুন বাজার বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) অফিসের সামনে আসলে উত্তেজনা দেখা দেয়া। উত্তেজনার এক পর্যায়ে পুলিশকে অবরুদ্ধ করে পাঁচটি ককটেল বিস্ফোরণ, বিজেপি অফিস ভাঙচুরসহ অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। পরে পুলিশের অতিরিক্ত দল এসে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, বিএনপি নামধারী উশৃঙ্খল নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন:
তবে বিএনপির স্বেচ্ছাসেবক সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমীন বলেন, ‘ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে বিজেপি অফিস থেকে ককটেল বিস্ফোরণ করছে। এতে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরি হয়।’
আর ভোলা সদর মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখছি। নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’





