সোমালিল্যান্ডে ইসরাইলি উপস্থিতি ‘সামরিক লক্ষ্যবস্তু’ হবে: হুঁশিয়ারি ইয়েমেনের হুতিদের

ইয়েমেনের হুতি গোষ্ঠী
ইয়েমেনের হুতি গোষ্ঠী | ছবি: বাসস
0

সোমালিল্যান্ডে ইসরাইলের যে কোনো উপস্থিতিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতিরা। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল হিসেবে খ্যাত সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পর এমন বার্তা দিলো ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী।

হুতিদের নিজস্ব অনলাইন পোর্টালে এ বার্তা দিয়েছেন গোষ্ঠীর প্রধান আবদেল-মালিক আল-হুতি। ২০২৩ এ গাজায় যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতিরা। সোমালিল্যান্ডের উপকূলরেখা থেকে হুথিদের মূল ঘাঁটি হোদেইদাহর দূরত্ব তিনশো থেকে পাঁচশো কিলোমিটার।

আরও পড়ুন:

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের জন্য সোমালিল্যান্ড একটি ‘ফরোয়ার্ড ডিফেন্স’ বা সম্মুখ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে কাজ করতে পারে।

এফএস