গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু জানুয়ারির প্রথম দিকে

গাজায় ইসরাইলি হামলার নমুনা
গাজায় ইসরাইলি হামলার নমুনা | ছবি: সংগৃহীত
0

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হবে নতুন বছরের বা জানুয়ারির প্রথম দিকে। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন দাবি করেছে ইসরাইলের গণমাধ্যম চ্যানেল থার্টিন।

ঊর্ধ্বতন ইসরাইলি এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে আশঙ্কা করা হচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ ছাড়াই হয়তো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের পরিকল্পনা এগিয়ে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন:

এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা। চলতি বছরে ট্রাম্প ও নেতানিয়াহুর ষষ্ঠ সাক্ষাৎ হবে এটি।

ইএ