যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ১ পাইলট

বিধ্বস্ত হেলিকপ্টার
বিধ্বস্ত হেলিকপ্টার | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরেক পাইলটকে।

আহত পাইলটের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সময় হেলিকপ্টার দুটিতে কোনো যাত্রী ছিল না। পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ফিলাডেলফিয়ার ৫৬ কিলোমিটার দূরে হ্যামনটন শহরে অবতরণের কিছুক্ষণ আগে মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয় ও আগুন ধরে যায়।

আরও পড়ুন:

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার দুটি তুলনামূলক হালকা ধরণের এবং তিন জনের বেশি যাত্রী বহনে সক্ষম না। এর আগে, গেল জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়।

এফএস