শেষবার নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামেন ২০২৩ সালের টেস্ট ম্যাচে। চোটের কারণে এবার সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে এ মৌসুমে খেলতেও পারেননি ব্রেসওয়েল। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রেসওয়েল ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
আরওপড়ুন:
ব্রেসওয়েল ২৮ টেস্টে ৭৪ উইকেট নেন ৩৮ দশমিক ৮২ গড়ে। আর সাদা বলে ৪৬টি উইকেট শিকার করেন এ অলরাউন্ডার ক্রিকেটার। তার ক্যারিয়ারের সেরা সাফল্য বলা চলে ২০১১ সালের হোবার্ট টেস্টকে। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই ৬০ রান দিয়ে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ঐতিহাসিক জয়ে অনন্য অবদান ছিল এ ক্রিকেটারের।
বিরল এক কীর্তি নিয়ে অবসরে গিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে তার চার হাজারের বেশি রান এবং চারশোর বেশি উইকেট। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে ব্রেসওয়েল ৪৩৭ উইকেট নিয়েছেন এবং করেছেন ৪৫০৫ রান। যে কীর্তি আছে কেবল অফস্পিনার জিতান প্যাটেলের।





