নির্বাচনে অংশ নিতে মান্নার বাধা নেই: চেম্বার আদালত

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না | ছবি: এখন টিভি
0

ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতেও নির্দেশ দেয়া হয়।

আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শুনানি শেষে এ নির্দেশ দেন চেম্বার আদালত। এতে মান্নার নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে, গত বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেয়ার আবেদন নিয়ে আসেন মান্না। তবে সব শুনে সেদিন হাইকোর্ট তার রিট খারিজ করে দিয়েছিলেন।

আরও পড়ুন:

পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। যুগপৎ আন্দোলনের সঙ্গী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য বগুড়া-২ আসনটি ছেড়ে দেয় বিএনপি।

মান্না তার দলীয় প্রতীক কেটলি নিয়ে নির্বাচন করার কথা জানান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঋণখেলাপি না হতে চেনাজানা মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলেন তিনি।

এসএইচ