৩০ আসনের গুঞ্জন, তবে সংখ্যা বাড়ার ইঙ্গিত দিলেন এনসিপির তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার | ছবি : সংগৃহীত
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী সঙ্গে জোটের সমঝোতায় এনসিপি ৩০টি আসন পাচ্ছে, এমন গুঞ্জনকে উপেক্ষা না করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, চূড়ান্ত মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত সংখ্যা আরও বাড়তে পারে।

আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) ‘এখন টিভি’-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি।

সারোয়ার তুষার বলেন, ‘বিএনপি দল হিসেবে এনসিপিকে মূল্যায়ন করতে চায়নি। বরং এনসিপির কয়েকজন ব্যক্তিকে মূল্যায়ন করতে চেয়েছিলো। তাই বিএনপির পরিবর্তে জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যাওয়া নিরাপদ মনে করেছে এনসিপি।’

আরও পড়ুন:

এদিকে, মনোনয়ন সংগ্রহের শেষ দিনে এসে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির পক্ষেই মনোনয়ন নেবেন—এখনো আশা করছে দলটি।

এফএস