চ্যালেঞ্জের মধ্যেও রেমিট্যান্সে রেকর্ড গড়লেন প্রবাসীরা

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিক
বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিক | ছবি: সংগৃহীত
0

বৈশ্বিক চ্যালেঞ্জ, বিনিময় হার ও অভ্যন্তরীণ নানা জটিলতার মধ্যেও ২০২৫ সালে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। প্রাপ্তি পূরণে তাদের মোকাবিলা করতে হয়েছে বড় চ্যালেঞ্জ। চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য লড়াই করতে হয়েছে বহু প্রবাসীকে। আগামী বছরের প্রত্যাশা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তারা।

২০২৫ সাল প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল অনেক চ্যালেঞ্জের। তবে কঠিন পরিস্থিতিতেও রেমিট্যান্স প্রবাহ অটুট রেখেছে তারা। ইতালি, আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে নিরাপদ ও বৈধ অভিবাসনের লড়াই চালিয়ে গেছেন বহু প্রবাসী।

ইতালি থেকে বাংলাদেশি প্রবাসীরা জানান, গত তিন বছরে যারা ইতালিতে আসছেন অনেকেই বৈধভাবে এসে এখন অবৈধ হয়ে গেছেন। ইতালিতে তারা যারা অবৈধভাবে আছেন তারা আশা করছেন ২০২৬ সালে তারা বৈধ হতে পারবেন।

ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর আহ্বান ইমিগ্রেশন বিশেষজ্ঞের।

আরও পড়ুন:

ইতালি ইতাল-বাংলা প্রবাসী উন্নয়ন সমিতি প্রতিষ্ঠাতা শাহ তাইফুর রহমান ছোটন বলেন, ‘প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ইতালিতে বা ইউরোপে প্রেরণ করতে হবে। তাদের প্রেরণ করার জন্য সরকারীভাবে পদক্ষেপ নিতে হবে তাহলেই শ্রমিকদের কাজের ব্যাপারে সম্পর্ক স্টবলিশ করতে হবে এবং এদেশে সামাজিকভাবে বসবাস করতে পারবেন। ইতালিয়ান নাগরিক কোনো নাগরিককে ফেরত পাঠানোর জন্য এ দেশে আনেননি।’

এদিকে, ২০২৬ প্রত্যাশা পূরণের বছর হবে বলে মনে করছেন আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীসহ সাধারণ প্রবাসীরাও।

আয়ারল্যান্ডে থাকা বাংলাদেশি প্রবাসীরা জানান, তারা ২০২৬ নিয়ে অনেক আশাবাদী। তারা মনে করছেন নতুন বছর ভালোকিছু বয়ে আনবে তাদের জন্য। তারা আরও জানান প্রবাসীদের ভোটের অধিকার তাদের জন্য বহুদিনের আকাঙ্ক্ষার ছিলো। সামনের বছর তাদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

২০২৫ সালকে বিদায় জানাতে এবং ২০২৬-এর দোরগোড়ায় দাঁড়িয়ে গোটা বিশ্ব। এমন মুহূর্তে নতুন বছরে গণতান্ত্রিক একটি স্বনির্ভর এবং উন্নত বাংলাদেশ দেখতে চায় প্রবাসীরা।

এফএস