কিয়েভে রাতভর রাশিয়ার হামলা; অবকাঠামো ক্ষতিগ্রস্ত, পাল্টা অভিযোগ পুতিনের

ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা | ছবি: সংগৃহীত
0

ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগে, কিয়েভে শনিবার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছে অন্তত দু'জন ও আহত হয়েছে ৩২ জন। এদিকে, তীব্র শীতে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে কিয়েভবাসী। এই হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না; এমন অভিযোগ তুলেছেন জেলেনস্কি। তবে পাল্টা অভিযোগ পুতিনের।

যুদ্ধবন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা ইস্যুতে ফ্লোরিডায় ট্রাম্প–জেলেনস্কির বৈঠকের আগের ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালালো রাশিয়া। ৫শ' ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বাহিনীর একের পর এক হামলায় বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন।

প্রায় ১০ ঘণ্টা ধরে চালানো এসব হামলায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিয়েভ ও আশপাশের বেশিরভাগ এলাকা। এতে করে ৪০ শতাংশ আবাসিক ভবনের হিটিং সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। তীব্র শীতের মধ্যে চরম ভোগান্তিতে কিয়েভবাসী।

কিয়েভের বাসিন্দারা বলেন, ‘বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বন্ধ। তীব্র শীতের মধ্যে ঘরও গরম করার ব্যবস্থা নেই। আমরা সবাই বুঝতে পারছি, আক্রমণকারী থামবে না। মৃত্যুর শঙ্কায় আমাদের জীবন কাটছে। যুদ্ধের মধ্যে কীভাবে ভালো থাকতে পারি। তার ওপর আমার মাথাব্যথা, হৃদরোগ। আমি আর সহ্য করতে পারছি না।’

আরও পড়ুন:

শীতের মধ্যে আরও হামলা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় কষ্টে সময় পার করছেন অনেক বাসিন্দা। শান্তি আলোচনা এগিয়ে নিতে চলমান পদক্ষেপের মধ্যে রাশিয়া হামলার মাত্রা বাড়িয়ে প্রমাণ করেছে তারা শান্তি চায় না। এমন অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা যখন শান্তি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি, তখন রাশিয়া ইউক্রেনের উপর ব্যাপক আক্রমণ শুরু করেছে। শান্তি আলোচনায় রাজি থাকলে এই প্রতিক্রিয়া হতে পারে না। এ অবস্থায় আমরা যদি কিছু পদক্ষেপ নিতে যাই, তাহলে অবশ্যই আমাদের দৃঢ় গ্যারান্টি নিশ্চিত করতে হবে। যাতে করে আমাদের সুরক্ষা নিশ্চিত হয়।’

শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য রাশিয়া প্রস্তুত বলে দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবে ইউক্রেনের নেতাই তেমন গরজ দেখাচ্ছেন না বলে অভিযোগ রুশ প্রেসিডেন্টের। এমনকি কিয়েভ শান্তিপূর্ণ সমাধান না চাইলে মস্কো সামরিক অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য পূরণ করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিতে পশ্চিমা বিশ্বেও নেতারা ভালো পরামর্শ দিচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ইউক্রেনের নেতার মাঝে সংঘাতটি শান্তিপূর্ণভাবে সমাধানে খুব আগ্রহ দেখা যাচ্ছে না। বা তাড়াহুড়ো নেই বলে মনে হচ্ছে। কিয়েভ যদি শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান করতে না চায়, তাহলে আমরাও বিশেষ সামরিক অভিযানের মধ্য দিয়ে নির্ধারিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবো।’

এদিকে শনিবার ইউক্রেনের খারকিভ অঞ্চলের কৌশলগত শহর কুপিয়ানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর হুলিয়াইপোলসহ আরও বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার। তবে এখনও কুপিয়ানস্কের কিছু আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি করছে ইউক্রেন।

ইএ