এক মৌসুম বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লিগ। শনিবার একদিন বাড়ানোর পর শেষ হয়েছে দলবদল।
এবারের লিগে ফুটবলার টেনে চমক দেখিয়েছে নতুন ক্লাব রাজশাহী স্টার্স। এই দলে রয়েছে জাতীয় দলের অধিানায়ক আফঈদা খন্দকার, রিতুপর্ণা চাকমা। পুলিশ ক্লাবে আছেন অনূর্ধ্ব-২০ দলের মোসাম্মাত সাগরিকা, সুরমা জান্নাত, আইরিন আক্তাররা।
দল গড়ায় চমক দেখিয়েছে ফরাশগঞ্জও। জাতীয় দলের তহুরা খাতুনকে দলে নিয়েছে তারা। নেপাল জাতীয় দলে খেলা দুজন ফুটবলারও নিয়েছে ক্লাবটি।
এবারের লিগে অংশ নেয়নি ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান, সঙ্গে নেই বসুন্ধরা কিংসও। এ ক্লাবগুলো না থাকায় কিছুটা রং হারালেও ক্লাব কর্তাদের আশা প্রতিদ্বন্দ্বিতা হবে এবারের লিগেও।
আরও পড়ুন:
সিরাজ স্মৃতি সংসদ ক্লাবের সেক্রেটারি নজরুল ইসলাম নিয়ন বলেন, ‘বিভিন্ন জেলা থেকে আমি নিয়েছি এবং বিভিন্ন ক্লাব থেকেও কিছু খেলোয়াড় নিয়েছি। আমি আশাবাদী যে, তারা অবশ্যই ভালো করবে।’
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের টিম কো-অর্ডিনেটর বাবুরাম বলেন, ‘খুব ভালো কিছু দল এসছে যেমন- রাজশাহী স্টার্স, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ।’
লিগ চলাকালীন ফুটবলারদের কেমন সুযোগ সুবিধা দেয়া হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছে দলগুলো।
বাবুরাম বলেন, ‘খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা এবং তাদের সর্বোচ্চ পরিচর্যার ব্যবস্থা, সবই আমাদের আছে। এখানে খেলোয়াড়দের যেভাবে রাখা হয়েছিল, আমি চেষ্টা করেছি, সেভাবেই রাখার জন্য।’
এবারের নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে মোট ১১টি ক্লাব। আগামী ২৯ ডিসেম্বর থেকে কমলাপুর শহিদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর।




