রাশিয়া-ইউক্রেন সংকট: আবারও সংলাপে বসতে যাচ্ছেন ট্রাম্প-জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের ছবি
ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের ছবি | ছবি : সংগৃহীত
0

রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সংলাপে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা, আঞ্চলিক বিষয় ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তাসহ নানা আলোচনা হবে বৈঠকে। এদিকে চলমান আলোচনার মাঝেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা চলছেই।

এ বছরের ফেব্রুয়ারির তীব্র বাগবিতণ্ডা থেকে শুরু করে অক্টোবরের স্বাভাবিক আলোচনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে বসেছেন বহুবার। উদ্দেশ্য রাশিয়া-ইউক্রেন সংকট নিরসন করে শান্তি ফেরানো।

যদিও কতটা শান্তির দিকে অগ্রসর হওয়া গেছে তা প্রশ্নবিদ্ধ, তবে চেষ্টা অব্যাহত। রোববার ফ্লোরিডায় আবার ট্রাম্পের সাথে সংলাপে বসছেন জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০-দফা শান্তি পরিকল্পনা, আঞ্চলিক বিষয় ও ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তাসহ নানা বিষয় আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। জেলেনস্কি বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তির কিছুটা সংশোধন আনার চেষ্টা করছে ইউক্রেন। আর এটিই কিয়েভের লক্ষ্য।

আরও পড়ুন:

মস্কো ইতোমধ্যেই দনবাস অঞ্চলের দোনেস্কের ৭৫ শতাংশ আর লুহানস্কের ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। দনবাসে একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব ইউক্রেনের। তবে ক্রেমলিন দনবাস অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নেয়ার ব্যাপারে কোনও মন্তব্য করে নি। বরং বলছে, যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে তারা।

চলমান সংলাপে কী পরিবর্তন আসবে তা নিয়ে সন্দেহ কিয়েভবাসীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির রোববারের বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন তারা।

কিয়েভের বাসিন্দারা বলেন, ‘দুর্ভাগ্যবশত, পরিবর্তনের আশা খুব কম। আমার স্বামী এবং আমার ভাই দুজনেই সেনাবাহিনীতে কর্মরত, এবং আমরা আশা করি পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে। আমরা কোনও এলাকা ছেড়ে দিতে রাজি নই। আমার মনে হয় না কোনও আমূল পরিবর্তন আসবে। সংঘাত চলতেই থাকবে, তবে আমি আন্তরিকভাবে আশা করি চলমান অস্থিরতা কমে আসবে এবং সময়ের সাথে সাথে, পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হবে।’

এদিকে খারকিভে রুশ বিমান হামলায় অন্তত ২জন নিহত ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরেও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ একাধিক ব্যক্তি আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

ইএ