একনজরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি ও পরিসংখ্যান
- পরীক্ষার তারিখ: ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
- পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত (মোট ৯০ মিনিট)।
- রিপোর্টিং সময়: সকাল ৯:০০ টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- শূন্য পদের সংখ্যা: ১৪,৩৮৫টি।
- মোট পরীক্ষার্থী: ১০,৮০,০৮০ জন।
- প্রতি পদের বিপরীতে লড়াই: প্রায় ৭৫ জন।
আরও পড়ুন:
আবেদন ও পদের পরিসংখ্যান (Application and Vacancy Statistics)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) সূত্র অনুযায়ী:
প্রথম ধাপ: রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০,২১৯টি পদের বিপরীতে আবেদনকারী ৭,৪৫,৯২৯ জন।
দ্বিতীয় ধাপ: ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪,১৬৬টি পদের বিপরীতে আবেদনকারী ৩,৩৪,১৫১ জন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে (Admit Card Download Information)
পরীক্ষার্থীরা আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
ডাউনলোড পদ্ধতি: ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
প্রয়োজনীয় নথি: পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র (Color Printed Admit Card) এবং মূল জাতীয় পরিচয়পত্র (Original NID/Smart Card) সাথে আনা বাধ্যতামূলক।
এসএমএস সতর্কতা: প্রার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র সংক্রান্ত বার্তা ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে পাঠানো হবে।
আরও পড়ুন:
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনাবলী (Exam Day Instructions)
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধিদপ্তর থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে:
১. রিপোর্টিং সময়: সকাল ৯টার মধ্যে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হবে।
২. নিষেধাজ্ঞা: কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (Electronic Devices) আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. তল্লাশি ও পোশাক: কান উন্মুক্ত রাখতে হবে এবং তল্লাশির সময় মেটাল ডিটেক্টর ব্যবহার করা হতে পারে।
৪. ওএমআর শিট পূরণ: ওএমআর শিট (OMR Sheet) অবশ্যই কালো বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে।
৫. নিরাপত্তা: প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (Mobile Court) তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
আরও পড়ুন:





