গাজায় এক বছরে অর্ধশতর বেশি ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরাইল

এক কিশোরকে গ্রেপ্তার করছে ইসরাইলি বাহিনী
এক কিশোরকে গ্রেপ্তার করছে ইসরাইলি বাহিনী | ছবি: সংগৃহীত
0

পশ্চিমতীরে সহিংস অভিযান শুরুর পর এক বছরে অর্ধশতরও বেশি ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ফিলিস্তিনি কিশোরের হত্যা-রহস্য সমাধানের চেষ্টা করেছে রয়টার্স। প্রতিবেদনে দেখা গেছে, তদন্তের অজুহাতে নিরাপরাধ কিশোর হত্যার দায় অস্বীকার করে যাচ্ছে আইডিএফ।

গেল ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে অধিকৃত পশ্চিম তীরের কোনো এক অঞ্চলে অভিযানে নামে ইসরাইলি সেনারা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দূরে দাঁড়িয়ে থাকা এক কিশোরকে দেখামাত্র গুলি চালায় এক আইডিএফের এক যোদ্ধা। ভিডিওটি সামনে আসার আগ পর্যন্ত ইসরাইলের সেনাবাহিনী ফলাও করে প্রচার করেছে, ওই কিশোর তাদের সেনাদের দিকে ঢিল ছুঁড়ে মেরেছিল। কিন্তু ভিডিও দেখা যাচ্ছে ভিন্ন কিছু আর প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্য কথা।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, ‘কে বলেছে যে সে পাথর ছুঁড়ছে, এটা সত্য নয়। সৈন্যরা এ পাথরটি তার পাশে সরিয়ে বলেছিল যে সে পাথর ছুঁড়ছে। এমন কিছুই ঘটেনি, আমি সবকিছু দেখেছি, ছেলেটিকে দেখার সঙ্গে সঙ্গেই তারা তাকে চারটি গুলি করে।’

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই রাস্তার মোড়ে টহল দিচ্ছে ইসরাইলি সেনারা। আর একজন বসে আছেন বন্দুক তাক করে। এরপর এক কিশোরকে উল্টোদিকের রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখা যায়। ছেলেটি মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বসে থাকা সেনার গুলিতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

আরও পড়ুন:

গুলি ছোঁড়ার প্রায় ছয় মিনিট আগে সিসিটিভিতে ধরা পড়া ফুটেজ বিশ্লেষণ করে রয়টার্স দেখিয়েছে, এ অভিযানের আগে রাস্তা একদম ফাঁকা ছিল। এরপর সেখানে একটি টহল জিপ আসে। যে কিশোরকে গুলি করা হয়, গুলি ছোড়ার মাত্র তিন সেকেন্ড আগে সে ভিডিওর ফ্রেমে আসে। এসময় তার হাতে কিছু ছিল কী না তা বোঝা সম্ভব হয়নি। কিন্তু নিশ্চিতভাবেই দেখা যায়, ছেলেটি সেনাদের দিকে কোনো কিছুই নিক্ষেপ করেনি। ঘটনার সত্যতা প্রমাণে সিসিটিভির অবস্থান ও তারিখ যাচাই করেছে রয়টার্স।

অধিকৃত পশ্চিমতীর থেকে নিখোঁজ আবু মুয়াল্লা নামের এক কিশোরের মা জানান, নিহত ছেলেটি তার সন্তান। ইসরাইলি সেনারা তার ছেলের মরদেহ নিয়ে এলাকা থেকে সরে গেছে।

সিসিটিভি দেখে নিশ্চিত হওয়া গেছে, গুলির ৩৩ মিনিট পর ইসরাইলি সেনাদের একটি গাড়িতে করে মরদেহ সরানো হয়। তবে ছবি দেখে নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, নিহতের বয়স ১৬। আর গেল জানুয়ারি থেকে পশ্চিমতীরে অভিযান জোরদারের পর এমন অর্ধশতের বেশি অপ্রাপ্তবয়স্ককে বিনা কারণে হত্যা করেছে ইসরাইল।

যদিও ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সেনাদের দিকে ভারী বস্তু ছোঁড়ায় ওই ব্যক্তিকে গুলি করা হয় এবং বিষয়টি তদন্তাধীন। তবে রয়টার্স ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ নিয়ে সরাসরি কোনো জবাব দেয়নি তারা।

এসএস