মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক

আটক হওয়া দুই পাচারকারী
আটক হওয়া দুই পাচারকারী | ছবি: কোস্ট গার্ড
1

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ দুইজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশে একটি বোটে সিমেন্ট বোঝাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় চার লাখ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ দুইজন পাঁচারকারীকে আটক করা হয়।

জব্দ করা আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পাঁচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এসএস