তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক শরীয়তপুরের গোসাইরহাট থানাধীন কোদালপুর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দুইটি বোট তল্লাশি করে প্রায় ৪৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ছয় হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দ করা জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান সিয়াম-উল-হক।





