ইউক্রেন সংকট নিরসনে একের পর এক বৈঠক হলেও কোনও সমাধান আসছে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেনের সঙ্গে এখনও চলছে মার্কিন প্রতিনিধিদের দর কষাকষি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে প্রায় এক ঘণ্টা ফোনালাপ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এই ফোনালাপে সত্যিকারের শান্তি বাস্তবায়নে আলোচনার ধরণ, বৈঠক এবং সময়সূচি নিয়েও কিছু নতুন পরিকল্পনা বেরিয়ে এসেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি সত্যিই একটি ভালো আলোচনা ছিল। আলোচনায় অনেক কিছু নিয়েই বিস্তারিত ভালো ধারণা বেরিয়ে এসেছে। প্রকৃতপক্ষে শান্তি কতটা বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারে কিছু নতুন ধারণা এসেছে, যা আলোচনার কাঠামো, বৈঠকের ধরণ এবং সময়সূচির সাথে সম্পৃক্ত।
একদিন আগেই ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ করা ২০-দফা শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন জেলেনস্কি। যেখানে মস্কোর দাবি অনুযায়ী পূর্ব ইউক্রেন থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
জেলেনস্কির দেয়া ২০-দফা পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের দেয়া ২৮-দফা পরিকল্পনারই একটি হালনাগাদ সংস্করণ হিসেবে ধরা হচ্ছে। যা মূলত ক্রেমলিনের দাবি পূরণের লক্ষ্যেই তৈরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
উলটো চলমান শান্তি আলোচনার মধ্যেই চলছে ইউক্রেন-রাশিয়া পালটা পালটি সংঘাত। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের আরও একটি আবাসিক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে, একই দিনে ইউক্রেন রাশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলার দাবি করেছে।





