এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, সরিয়ে দেয়া হলো নেতাকর্মীদের

এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার
এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার | ছবি: এখন টিভি
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাসপাতাল এলাকাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। সেখানে বিজিবি, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। দুপুরে ৩০০ ফিটের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এই হাসপাতালেই আসার কথা রয়েছে।

আরও পড়ুন:

এদিকে, রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় এখন লাখো মানুষের ঢল। সকালের আলো ফোটার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী গণসংবর্ধনা স্থলে জড়ো হচ্ছেন।

বিমানবন্দর থেকে ৩০০ ফিট এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এবং নেতার গাড়িবহরের নিরাপত্তা নিশ্চিত করতেই হাসপাতাল সংলগ্ন এলাকায় নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করছে পুলিশ।

সেজু