সরাসরি আপডেট

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
2

তারেক রহমানের প্রত্যাবর্তন

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ সময়ে প্রবাসে থেকেও নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করার পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম এবং চব্বিশের জুলাই আন্দোলনেও ছিল তারেক রহমানের গুরুত্বপূর্ণ অবদান। তার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মী ও দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য।

ঢাকার পথে সপরিবারে তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার দিবাগত (২৫ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে বিমানের বিজি-২০২ ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে।

বিমানে ওঠার পর সপরিবারে তারেক রহমান |ছবি: বিএনপির মিডিয়া সেল

সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা নাগাদ তিনি দেশের মাটিতে পা রাখবেন।

এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে (স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে) কিংস্টনের বাসা থেকে সপরিবারে বের হন তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন।

লন্ডন ছেড়েছেন তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে (স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে) কিংস্টনের বাসা থেকে সপরিবারে বের হন তিনি।

স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন সফরসঙ্গী তার সঙ্গে রয়েছেন। তারেক রহমান বিমানের বিজি-২০২ ফ্লাইটৈ আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন।

ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন।

সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে তার ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বে। আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে।

প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বেশকিছু নির্দেশনা জারি করেছে।

আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামীকাল ২৫ ডিসেম্বর বেলা ১১ টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন যাবেন।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে। সেজন্য সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ডিএমপি বেশকিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার বাংলাদেশে ফেরাকে স্বাগত জানাই। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দলের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’

প্রেস সচিব আরও জানান, সরকার তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিএনপির সঙ্গে পরামর্শ করছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

আসু