এর আগে ২১ ডিসেম্বর কলেজ মাঠে প্রধান অতিথি থেকে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার।
ওইদিন বিএন ক্রীড়াবিদ ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান অ্যাডজুটেন্ট লে. কমান্ডার ফারজানা সরকার তান্না। বার্ষিক প্রতিযোগিতায় খাদিজা হাউস চ্যাম্পিয়ন ও ফাতেমা হাউস রানার্সআপ হয়।
আরও পড়ুন:
এছাড়াও বছরজুড়ে শিক্ষা, সহশিক্ষা, ক্রীড়া প্রতিযোগিতার উপর ভিত্তি করে সার্বিক চ্যাম্পিয়ন হয় ফাতেমা হাউস ও রানার্সআপ হয় আয়েশা হাউস।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসকে বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের প্রদর্শিত ক্রীড়া নৈপুণ্য ও সার্বিক অনুষ্ঠান উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ও অভিভাবকবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা সাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করেন।





