ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন করেন এই ফুটবলার। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। গেলো আসরে এই পুরস্কার জেতেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
আরও পড়ুন:
তবে সেরা হওয়ার দৌড়ের রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন এলএমটেন। চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।





