তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস

লন্ডনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক | ছবি: এখন টিভি
0

সুদীর্ঘ প্রবাস জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে যুক্তরাজ্য বিএনপিসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতারা মনে করছেন, তার দেশে ফেরা বিএনপিকে আরও চাঙা করবে এবং রাজনীতিতে নতুন গতি ও মনোবল ফিরিয়ে আনবে।

কবে ফিরবেন, কেন ফিরছেন না তারেক রহমান? এমন নানা প্রশ্ন দেশ পেরিয়ে যুক্তরাজ্যেও ছিল। নিজেই এর উত্তর দিয়েছেন তারেক রহমান। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন তিনি। দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবন কাটানো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপি পরিবার।

যুক্তরাজ্য বাংলাদেশি প্রবাসী বিএনপির সমর্থকেরা জানান, তাদের আবেগ, অনুভূতি তাদের প্রেরণার উৎস তারেক রহমান। তারা দেশবাসীর কাছে তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন।

প্রায় দেড় যুগ যুক্তরাজ্য বিএনপি দল পরিচালনায় সরাসরি তারেক রহমানের দিকনির্দেশনা পেয়েছিল। নেতা কর্মীরাও উজ্জীবিত ছিলেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাতে অনেকটা মন খারাপ তাদের। বলছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে দল চাঙা হবে, বাড়বে নেতা কর্মীদের মনোবল।

আরও পড়ুন:

লন্ডনে বিএনপির একজন কর্মী বলেন, ‘আমাদের যুক্তরাজ্যের নেতাকর্মীদের এয়ারপোর্টে না যাওয়ার জন্য অনুরোধ করব। কারণ সেখানে গেলে ঝামেলা হবে।’

অন্য আরেকজন বলেন, ‘আমরা ওনাকে অত্যন্ত মিস করব। আমরা আশা করি উনি দেশে গিয়ে দ্রুতই দেশের নেতৃত্বের হাল ধরবেন।’

২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন।

এফএস