নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

সার্জিও গোর, ড. মুহাম্মদ ইউনূস
সার্জিও গোর, ড. মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত
1

নির্ধারিত সময়েই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন দূত সার্জিও গরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা জানান।

এসময় নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক আলোচনা এবং তরুণ রাজনৈতিক কর্মী শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘স্বৈরাচারী শাসনামলে হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পেতে জাতি অপেক্ষায় রয়েছে।’

আরও পড়ুন:

এসময় তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শাসনের সমর্থকরা নির্বাচন বানচাল করতে অর্থ ব্যয় ও সহিংসতায় উস্কানি দিচ্ছে। তবে এসব মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান।

আলাপে মার্কিন বিশেষ দূত সাম্প্রতিক শুল্ক আলোচনায় সাফল্যের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক কমে ২০ শতাংশে নামার বিষয়টি উল্লেখ করেন।

এসএস