ঘরের মাঠের চেনা কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেয়ার প্রচেষ্টায় সিলেট টাইটান্স। সেন্টার উইকেটে শিষ্যদের কাছ থেকে ম্যাচের আবহে অনুশীলন করিয়েছেন কোচ সোহেল ইসলাম। কখনো শিরোপার দেখা না পাওয়া সিলেট বিপিএলের ২০২৬ আসরে নিজেদের প্রমাণ করতে মরিয়া।
অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে হাজির অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী এ অধিনায়ক। সিলেটি ভক্তদের বিদেশি ক্রিকেটার নিয়েও শোনালের আশার বাণী।
সিলেট টাইটান্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘কোনো ফরেন প্লেয়ার আসেননি। দেশি যারা লোকাল আছেন তাদের নিয়ে শুরু করলাম। সিচুয়েশন কেমন হতে পারে সেবিষয় নিয়ে আমরা প্র্যাকটিস করেছি। আশা করছি দু’দিনের মধ্যেই সবাই টিমের ভেতর জয়েন করবেন।’
আরও পড়ুন:
দলে সিলেটের একাধিক খেলোয়াড়। ঘরের ফ্র্যাঞ্চাইজিতে জ্বলে উঠবেন জাতীয় দলের নিয়মিত মুখেরা। এমনটাই প্রত্যাশা টাইটান্স দলপতির।
মেহেদি হাসান মিরাজ আরও বলেন, ‘সিলেটের যদি প্লেয়ার দেখেন তাহলে দেখবেন টপ প্লেয়াররাই এখানে আছেন। তারা স্টিল ন্যাশনাল টিমে খেলছেন। আপনারা দেখবেন মাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি-টোয়েন্টি খেলছে, সিলেটের হয়ে খেলছে। আরও যারা আছেন সিলেট টিমে তারা সবাই ভালো সেপে আছেন।’
প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে মেহেদি হাসান মিরাজ। ২৬ তারিখ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে তার দল। সিলেটের জার্সিতে নিজের অভিষেকও রাঙানোর প্রত্যাশায় এ অলরাউন্ডার।





